নেত্রকোণার মোহনগঞ্জে ‘পরকীয়ার’ জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 19 Apr 2018, 07:36 PM
বৃহস্পতিবার উপজেলার সোয়াইর ইউনিয়নের রানাহিজল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নাৎ আলী।
নিহত হেলেনা আক্তার (৩০) ওই গ্রামের আব্দুল জলিলের (৩৫) স্ত্রী।
এ ঘটনায় জলিলকে আটক করেছে পুলিশ।
ওসি আনসারী বলেন, জলিলের সৎভাই শহীদ মিয়ার সঙ্গে হেলেনার পরকীয়ার সম্পর্ক রয়েছে অভিযোগে বেশকিছুদিন ধরে তাদের পারিবারিক অশান্তি চলছিল।
“এর জেরে নিজ বাড়িতে স্ত্রীকে ধারালো দা দিয়ে কোপায় জলিল। এতে ঘটনাস্থলেই হেলেনা মারা যান।”
পরে এলাকাবাসী জলিলকে আটক করে পুলিশে বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।