উজিরপুরে প্রশ্নফাঁসের অভিযোগে ৩ শিক্ষক আটক

বরিশালের উজিরপুর উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র মোবাইল ফোনের মাধ্যমে কেন্দ্রের বাইরে পাঠানোর অভিযোগে তিন শিক্ষককে আটক করেছে পুলিশ।

ব‌রিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2018, 12:25 PM
Updated : 16 April 2018, 12:46 PM

সোমবার ব্যবসায় শিক্ষার পরীক্ষা শুরুর কিছু সময় পর এক শিক্ষকের বাসা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল।

শিশির পাল বলেন, সকালে পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় গোপন সংবাদ পেয়ে উজিরপুর পৌরসভার মাহার এলাকায় রামেরকাঠী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড কমার্স কলেজের শিক্ষক পরেশ বেপারীর বাসায় অভিযান চালানো হয়।

“অভিযানে পরেশ বেপারী, একই কলেজের শিক্ষক সমীরণ বিশ্বাস ও শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের শিক্ষক আ. কাশেমকে আটক করা হয়।” 

ব্যবসায় শিক্ষার সোমবারের পরীক্ষার প্রশ্ন মোবাইল ফোনের সাহায্যে ছবি তুলে তারা বাইরে এনে পরেশ বেপারীর বাসায় বসে উত্তরপত্র তৈরি করছিলেন বলে জানান শিশির পাল।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাবলিক পরীক্ষা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি শিশির।