টঙ্গীতে ‘তিতাস এক্সপ্রেস’ বিকল

যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরের টঙ্গি জংশনে তিতাস এক্সপ্রেস ট্রেন বিকল হয়েছে। তবে বিকল্প লাইন খোলা থাকায় চলাচলে বিঘ্ন ঘটেনি।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2018, 02:45 PM
Updated : 19 July 2018, 11:52 AM

টঙ্গি রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে টঙ্গির দক্ষিণে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে ‘তিতাস এক্সপ্রেস’ বিকল হয়ে পড়ে।  

তিনি বলেন, তিতাস এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে আখাউড়া যাচ্ছিল। শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে এলে ইঞ্জিনের পিছনের একটি বগির চাকার পাশের নাট-বল্টু শব্দ করে খুলে গেলে চালক বিষয়টি বুঝতে পারেন এবং ট্রেন বন্ধ করে দেন।

“১ নম্বর লাইন বন্ধ থাকলেও ২, ৩ ও ৪ নম্বর লাইন খোলা রয়েছে। তাই চলাচলে কোনো ধরনের বিঘ্ন হচ্ছে না।”

স্থানীয় প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেছেন। তবে কতক্ষণ লাগবে তা বলতে পারেননি রফিকুল।