ওসমানীতে দেড় কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক ১

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 01:42 PM
Updated : 11 April 2018, 01:49 PM

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বন্দরের নিরাপত্তা চ্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জফুর উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল এলাকার বাসিন্দা। তিনি ‘ফ্লাই দুবাই’ উড়োজাহাজে করে সিলেট থেকে দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন।

হাফিজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দরের  নিরাপত্তা স্ক্যানিং মেশিনে ধরা পড়ে, জফুর আলীর লাগেজে বিপুল পরিমাণ মুদ্রা রয়েছে।

“নিরাপত্তাকর্মীরা লাগেজ খুলে তল্লাশি চালিয়ে সৌদি রিয়াল, আরব আমিরাতের দিরহাম ও ব্রিটিশ পাউন্ড পাওয়া গেছে। এগুলো বাংলাদেশি টাকায় এক কোটি ৫২ লাখ টাকার সমান।”

বিদেশি মুদ্রাসহ জফুরকে বিমানবন্দর কাস্টমসে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।