মধ্যপাড়া পাথর খনিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনিতে কাজ করার সময় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2018, 10:55 AM
Updated : 9 April 2018, 10:55 AM

সোমবার ভূ-গর্ভে কর্মরত অবস্থায় পাথরের আঘাতে তার মৃত্যু হয় বলে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোসলেম উদ্দিন জানান।

নিহত গোলাম মোস্তফা মধ্যপাড়ার পূর্ব রসুলপুরের ফজলে রহমানের ছেলে। তিনি পাথর খনিতে জার্মানিয়া ট্রাস্ট কনসোটিয়াম (জিটিসি) অধীনে হেলপার মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।

পরিদর্শক মোসলেম উদ্দিন জানান, গোলাম মোস্তফা মধ্যপাড়া পাথর খনির ভূ-গর্ভে কাজ করতে নামেন।

কাজের সময় অসর্তকতাবশত তার গায়ে একটি পাথরের আঘাত লাগে।

“এতে গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় মেডিকেল সেন্টারে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।”

এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে কথা বলার জন্য পাথর খনির ব্যবস্থাপনা পরিচালকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।