নারায়ণগঞ্জে ‘মশার কয়েল’ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩

নারায়ণগঞ্জ সদর উপজেলায় আগুনে পুড়ে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। ‘মশার কয়েল থেকে আগুন লাগতে পারে’ বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2018, 05:38 AM
Updated : 5 April 2018, 05:38 AM

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, বৃহস্পতিবার ভোরে পূর্ব সস্তাপুর রাজন পাটোয়ারির বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা হলেন - রাজন পাটোয়ারির বাড়ির ভাড়াটিয়া সুপারি বিক্রেতা শাহাদাৎ হোসেন সাবু, তার স্ত্রী পোশাক শ্রমিক রুপালি বেগম ও তাদের দুই বছরের ছেলে রিফাত।

এলাকাবাসী জানান, ভোরে পাটোয়ারির দোতালা বাড়ির একতালায় ভাড়াটিয়া শাহাদাৎ হোসেনের বাসায় আগুন লেগে আসবাবপত্র ও মশারিতে ছড়িয়ে পড়ে। তখন তারা ঘুমিয়ে ছিলেন। ঘর থেকে বেরতে হতে না পেরে পরিবারের তিন সদস্যই দগ্ধ হন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা গিয়ে আগুন নেভায়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রণজিৎ কুমার সাহা বলেন, আগুন থামার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরির্দশন করেছে।

“মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।”