নরসিংদীতে যুবলীগ নেতা হত্যায় একজনের স্বীকারোক্তি

নরসিংদীর যুবলীগ নেতা সৈকত হত্যা মামলায় গ্রেপ্তার একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2018, 03:31 PM
Updated : 2 April 2018, 03:31 PM

সোমবার দুপুরে নরসিংদীর বিচারিক হাকিম মনীষা রায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ওই যুবকের জবানবন্দি গ্রহণ করেন।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই রুপম কুমার সরকার জানান, রোববার বিকালে শহরের সিটি সেন্টার এলাকা থেকে সোবহানকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

সোবহান জেলা শহরের পশ্চিম দত্তপাড়া মহল্লার রহিম মুন্সীর ছেলে। তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম প্রকাশ করেননি এসআই রুপম।  

নরসিংদী সদরের শীলমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ শীলমান্দি গ্রামের ব্যবসায়ী হাজী রুস্তম আলীর ছেলে মাহমুদুল হাসান সৈকত (৩৩) গত সোমবার দুপুরে বাড়ি থেকে প্রাইভেট কার নিয়ে বের হয়ে নিখোঁজ হন।

মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের জামতলায় সৈকতের লাশ ও তার ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের ভাই মোর্শেদ আলম বাদী হয়ে সাহেদ (২৮), ইমরান (২৮), রুবেলসহ (৩০) অজ্ঞাত পরিচয় আরও ৭/৮ জনকে আসামি করে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।