পিরোজপুরে বসতঘরসহ ১৫ স্থাপনা ভস্মীভূত

পিরোজপুর শহরে একটি অগ্নিকাণ্ডে বসতঘর ও দোকানপাট মিলে ১৫টি স্থাপনা পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2018, 05:29 AM
Updated : 10 March 2018, 05:29 AM

পিরোজপুর সদর থানার এসআই মো. মামুন-অর-রশিদ পল্টন জানান, শনিবার ভোরে খুমুরিয়া কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভস্মীভূত একটি ঘরের মালিক নূরুল ইসলাম সরদার শাহাজান বলেন, ভোররাত সাড়ে ৩টার দিকে বৈদুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।

“অগ্নিকাণ্ডের মধ্যে একটি পেট্রোলের দোকান থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে এবং ভয়াবহ রূপ নেয়। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের বিকট শব্দও শোনা যায়।”

শাহাজান বলেন, অল্প সময়ের মধ্যে আগুনে পোট্রোলের দোকানসহ একটি মিল, কম্পিউটারের দোকান, টেইলারিং দোকানসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ও আটটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি মনে করেন।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আব্দুল হক জানান, আগুনের খবর পেয়ে পিরোজপুরের দুইটি ইউনিট ও নাজিরপুর উপজেলার একটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

“একটি পেট্রোলের দোকান থাকায় আগুন দ্রুত ছড়ায় এবং বসতঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তা আরও  ভয়াবহ রূপ নেয়।” 

তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।