কক্সবাজারের পেকুয়ায় একটি অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া গেছে; যেখান থেকে অস্ত্র, গুলি ও তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 05 Mar 2018, 08:11 PM
সোমবার বিকালে উপজেলার টইট্যং ইউনিয়নের নাপিতখালী দক্ষিণপাড়ায় কারখানার সন্ধান পাওয়া যায় বলে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান।
গ্রেপ্তাররা হলেন অস্ত্র তৈরির কারিগর মো. আব্দু কাদের (৩৪) ও মো. ছৈয়দ নুর (৩২)।
এদের বিরুদ্ধে পেকুয়াসহ কক্সবাজারের বিভিন্ন থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে বলে জানানে র্যাব কর্মকর্তা।
মেজর রুহুল বলেন, পেকুয়ায় কারখানা গড়ে অস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় নাপিতখালী দক্ষিণপাড়ায় একটি রিকশা গ্যারেজে অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়।
“সেখান থেকে ১১টি দেশে তৈরি অস্ত্র, বিপুল সংখ্যক গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।”