বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোটালীপাড়ার মেয়র হচ্ছেন কামাল

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ কামাল হোসেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2018, 12:12 PM
Updated : 1 March 2018, 12:54 PM

জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বলেন, মেয়র নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল বৃহস্পতিবার।

“একমাত্র প্রাথী হিসেবে শেখ কামাল হোসেন মনোনয়নপত্র জমা দেন। বিধি অনুযায়ী তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করা এখন সময়ের ব্যাপারমাত্র।”

পৌরসভার পশ্চিমপার গ্রামের বাসিন্দা ঠিকাদার কামাল কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

১৯৯৭ সালে পৌরসভাটি গঠনের পর প্রথম মেয়র হন তিনি। ১৫ বছর পর তিনি দ্বিতীয়বার মেয়র হচ্ছেন।

মুক্তিযোদ্ধার সন্তান কামাল বলেন, “কোটালীপাড়াকে পরিচ্ছন্ন ও অধুনিক পৌরসভা করব। নাগরিক সেবা ও সুবিধা বৃদ্ধি করে কোটালীপাড়াকে মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলব।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, একান্ত সচিব সাইফ উজজামান শিখর, শেখ হাসিনার চাচাত ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিলেন।