নীলফামারীতে শিলাবৃষ্টি

নীলফামারীর বিভিন্ন জায়গায় শিলাসহ বৃষ্টিপাত হয়েছে। এতে গম ও বোরোক্ষেতের উপকার হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন তামাক চাষিরা।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2018, 12:46 PM
Updated : 26 Feb 2018, 01:16 PM

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবুল কাসেম আযাদ জানান, সোমবার সকাল ৭টার দিকে জেলার পাঁচ উপজেলায় হালকা বৃষ্টিসহ কোথাও কোথাও শিলা পড়েছে।

জেলায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে গম, ভুট্টা ও বোরোর উপকার হয়েছে।

তবে বিভিন্ন জায়গায় তামাকের ক্ষতি হয়েছে বলে চাষিরা জানিয়েছেন।

সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সুখধন গ্রামের পলাশচন্দ্র রায় বলেন, এ বছর তিনি এক বিঘা জমিতে তামাক চাষ করেছেন।

“সকালে শিলা বৃষ্টিতে অধিকাংশ তামাকের পাতা ফুটো হয়ে গেছে।”

টুপামারী সরকারপাড়া গ্রামেরর জয়নাল আবেদীনের দুই বিঘা জমির তামাক সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে তিনি দাবি করেন।

“এতে আমার প্রায় ৪০ হাজার টাকা ক্ষতির হয়েছে।”

ওই ইউনিয়নের বাহালীপাড়া, চৌধুরীর বাজার, ডাঙাপাড়া গ্রামের তামাকক্ষেতের পাশাপাশি মরিচ ও টমেটো ক্ষেতেরও কিছুটা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন রামনগর ইউনিয়নের বাহালীপাড়া গ্রামের কৃষক গোলাম মোস্তফা।