কুড়িগ্রাম প্রেসক্লাবের নেতৃত্বে নীলু-বিপ্লব

কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে নীলু-বিপ্লব পরিষদ জয়ী হয়েছে। তাদের প্রতিদ্বন্দ্বী ছানালাল-মঞ্জু পরিষদ পেয়েছে বাকি একটি পদ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 03:27 PM
Updated : 22 Feb 2018, 03:27 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাবে ভোট গ্রহণ হয়। ক্লাবের ৩৭ জন সদস্য ভোট দেন।

বিজয়ীরা হলেন সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের আতাউর রহমান বিপ্লব, সহ-সভাপতি হারুন-উর-রশীদ, রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ রেজাউল করিম, দপ্তর সম্পাদক এম রহমান রঞ্জু, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির সূর্য্য, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মাসুদ।

কার্যকরী সদস্যরা হলেন মো. শাহাবুদ্দিন আহমেদ, শফিকুল ইসলাম বেবু, সফি খান ও এবি সিদ্দিক।

নির্বাচনে নীলু-বিপ্লব পরিষদ ১৫টি পদের মধ্যে ১৪টি এবং ছানালাল-মঞ্জু প্যানেল একটি সদস্য পদে জয় পায়।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসিবুর রহমান হাসিব এবং সদস্য ছিলেন মিজানুর রহমান মিন্টু ও শাহ আলম।