শাবিতে ‘র‌্যাগিং’, তদন্তে কমিটি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া ছয় শিক্ষার্থীকে র‌্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 01:44 PM
Updated : 20 Feb 2018, 01:44 PM

রেজিস্ট্রার মো: ইশফাকুল হোসেন জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহীর উদ্দিন আহমেদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাদের দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর মোহাম্মদ সাইফুল আলম আমিন ও শাহপরান হলের প্রাধ্যক্ষ শাহেদুল হোসাইন।

গত বৃহস্পতিবার সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে নতুন ভর্তি হওয়া ছয় শিক্ষার্থীকে নগ্ন করে রাতভর র‌্যাগিং ও মারধর করার পর অর্ধনগ্ন ছবি ফেইবুকে পোস্ট করে দেওয়ার অভিযোগ ওঠে একই বিভাগের জ্যেষ্ঠ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

ওই সময় প্রক্টর বলেছিলেন, “নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীরা ভয়ে কারও নাম উল্লেখ করছে না। তবে আমাদের কাছে কিছু তথ্য আছে। খোঁজ নিয়ে নির্যাতনকারীদের বের করব।”

ভুক্তভোগীদের সাথে প্রাথমিক কথাবার্তায় র‌্যাগিংয়ের সত্যতা পাওয়া গেছে জানিয়ে প্রক্টর বলেন, “আমরা অতিদ্রুত এ ঘটনা তদন্তের মাধ্যমে জড়িতদের বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।”