লক্ষ্মীপুরে সাংবাদিক পলাশ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে সাংবাদিক শাহ মনির পলাশ হত্যার প্রতিবাদসহ বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 01:37 PM
Updated : 20 Feb 2018, 01:38 PM

লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বাংলাবাজার পর্যন্ত এক কিলোমিটর জুড়ে মঙ্গলবার বিকালে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে পার্বতীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মাওলা চৌধুরী রনি বলেন, পলাশ একজন মেধাবী সাংবাদিক ছিলেন। এই তরুণ সাংবাদিকের খুনিকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।

মানববন্ধনে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, খিলবাইছা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

পলাশ ছিলেন রূপবাণী পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি। তিনি এ বছর লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে বিএ (পাস) পরীক্ষা দেন।

বুধবার সকালে সদর উপজেলার মাছিমনগর গ্রামে জমির বিরোধের জেরে পলাশকে তার দুই চাচাত ভাই পিটিয়ে আহত করেন বলে বলে পরিবারের অভিযোগ।

বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই দিন রাতে তার বাবা মনির হোসেন সদর থানায় একই গ্রামের আবু ইউছুফ, আবু ছায়েদ ও ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আসামি করে মামলা করেন।

এর মধ্যে ফয়েজুন নেছাকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পলাতক রয়েছেন।