রাবিতে শহীদ শামসুজ্জোহাকে স্মরণ

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পালিত হচ্ছে গণঅভ্যুত্থানের শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2018, 07:05 AM
Updated : 18 Feb 2018, 07:14 AM

১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রসায়নের এই শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্বে থাকাকালে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। দিনটি রাবিতে ‘শিক্ষক দিবস’ হিসেবে পালিত হয়।

রোববার সকালে সকাল পৌনে ৭টায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ ও রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীসহ  ড. জোহার সমাধি ও স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন।

সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় সকলে ড. জোহার স্মৃতি স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

এর আগে দিবসের কর্মসূচিতে ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়।

এরপর রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলসহ অন্যান্য আবাসিক হল, বিভিন্ন বিভাগ, পেশাজীবী সমিতি ও ইউনিয়ন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রভাত ফেরিসহ শহীদ জোহার মাজার ও স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করে।

এছাড়াও সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।