জয়পুরহাটে এসএসসির হারানো খাতা উদ্ধার

জয়পুরহাট শহরে এসএসসির ইংরেজি প্রথম পত্রের হারিয়ে যাওয়া ৭৫টি খাতার মধ্যে ২৫টি উদ্ধার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2018, 05:54 PM
Updated : 15 Feb 2018, 05:54 PM

বৃহস্পতিবার রাতে শহরের কেন্দ্রীয় শিব মন্দির এলাকায় খাতাগুলো পাওয়া যায় বলে জানান জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক।

মুমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ ফেব্রুয়ারি চলমান এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

“পরীক্ষার পর খাতাগুলো পরীক্ষা কেন্দ্র থেকে রাজশাহী বোর্ডে  পাঠানো হয়। সেখান থেকে জয়পুরহাট সুগার মিল কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম সরওয়ার প্রয়োজনীয় কিছু খাতা বস্তায় ভরে ট্রেনযোগে জয়পুরহাটে নিয়ে আসেন।”

মুমিনুল বলেন, জয়পুরহাট রেল স্টেশন থেকে তিনি রিকশাযোগে বাড়ি যাওয়ার পথে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শিব মন্দির এলাকায় তার অজান্তে বস্তার মুখ খুলে ৭৫টি খাতা পড়ে যায়।

“এর মধ্যে ২৫টি খাতা রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পুলিশ খাতাগুলো থানায় নিয়ে আসে।”

এখনও ৫০টি খাতা পাওয়া যায়নি বলে শিক্ষক গোলাম সরওযার ও পুলিশ পরিদর্শক মুমিনুল জানান।