সিলেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2018, 10:15 AM
Updated : 14 Feb 2018, 10:15 AM

বুধবার ২০০ কর্মী, ৪০টি গাড়ি, কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এ অভিযানের সূচনা করেন।

প্রথম দিন সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজারের, চৌহাট্টা, দরগাহগেইট ও আম্বরখানা কাজিরবাজার সেতুর মোড়, তালতলা ভিআইপি রোড এলাকায় চলে এ পরিচ্ছন্নতা অভিযান।

মেয়র আরিফুল হক চৌধুরী জানান, আগামী এক মাস প্রতিদিন এ অভিযান চলবে। নগরীর ড্রেনগুলো পরিষ্কার ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এ অভিযানে।