সিরাজগঞ্জে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

হত্যার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2018, 02:03 PM
Updated : 13 Feb 2018, 02:58 PM

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শেখ মেরিনা সুলতানা মঙ্গলবার ১০ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া হত্যার পর আলামত গোপন করায় আসামিদের আরও তিন বছরের কারাদণ্ডসহ দুই হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন - উল্লাপাড়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে লাভু প্রামাণিক (২৮) আনোয়ার মোল্লার ছেলে আবু সাঈদ (২৭)।

উভয় আসামি পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জের জজ আদালতের এপিপি মো. শামছুল আলম বলেন, ২০০৭ সালের ১৪ নভেম্বর উল্লাপাড়া পৌর এলাকার চরঘাটিনা ফুলজোড় নদীর ঘাটের কাছে আশরাফ আলীর (২০) লাশ পায় পুলিশ।

“এ ঘটনায় ওই দিন রাতেই উল্লাপাড়া থানার এসআই মো. আব্দুস সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেন। তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।”

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান এপিপি শামছুল আলম।