নেত্রকোণায় কৃষক হত্যায় এক ব্যক্তির প্রাণদণ্ড

নেত্রকোণায় পাঁচ বছর আগে এক কৃষককে হত্যার দায়ে এক জনকে ফাঁসির আদেশ ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2018, 10:33 AM
Updated : 5 Feb 2018, 10:38 AM

সোমবার নেত্রকোণার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূরুল আমীন খাঁ নেত্রকোণার আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের সুলতু খাঁর ছেলে।

প্রাণদণ্ড ছাড়াও বিচারক তাকে বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

এছাড়া এ মামালার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- সুলতু খাঁর ছেলে আল আমীন খাঁ ও আব্দুল হামিদ খাঁর ছেলে তৌফিক খাঁ।

এক বছরের সাজাপ্রাপ্তরা হলেন- আরফান আলী খাঁর ছেলে সুলতু খাঁ, আব্দুল হামিদ খাঁর ছেলে কাজল খাঁ ও মোবারক আলীর ছেলে তাজুল ইসলাম। 

অপরাধ প্রমাণিত না হওয়ায় আনিছুর রহমান চৌধুরী ছেলে অলী চৌধুরী, ইজ্জত আলীর ছেলে নূর আহম্মদ ওরফে নূর মোহাম্মদ ও আনিছুর রহমান চৌধুরীর ছেলে সবুজ চৌধুরীকে খালাস দেওয়া হয়েছে। 

রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সনের ১৬ জুন জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে নূরুল আমিন খাঁ ও তার অনুসারীরা কৃষক আব্দুল লতিফকে কুপিয়ে জখম করেন।

গুরুতর অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার তিনদিন পর নিহতের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে আটপাড়া থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৫ সালে ১৯ জানুয়ারি নয় জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে এ মামলার বিচার শুরু হয়।