অস্ত্রের খোঁজে সাতছড়ির বনে অভিযানে র‌্যাব

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন বনে অস্ত্রের সন্ধানে অভিযান চালাচ্ছে র‌্যাব।

হবিগঞ্জ প্রতিনিধিসিলেট ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2018, 03:11 AM
Updated : 3 Feb 2018, 03:47 AM

র‌্যাব-৯ এর মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, অস্ত্রের সন্ধান পেয়ে শুক্রবার সন্ধ্যা থেকে সাতছড়িতে তাদের অভিযান শুরু হয়।

শনিবার সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে জানিয়েছেন তিনি। 

ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত লাগোয়া সাতছড়িতে এর আগে ছয়বার তল্লাশি চালিয়ে মর্টার শেল, রকেট লঞ্চার, মেশিনগানসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

এর মধ্যে এক অভিযানে পাহাড়ে বাঙ্কারের অস্তিত্বও পাওয়া গিয়েছিল। এসব অস্ত্র গোলা বারুদ ভারতের বিচ্ছিন্নতাবাদী কোনো দলের হতে পারে বলে সে সময় ধারণা দিয়েছিলেন র‌্যাব কর্মকর্তারা।

২০১৪ সালের ৩ জুন, ২৯ আগস্ট, ২ ও ১৭ সেপ্টেম্বর এবং ১৬ অক্টোবর সেখানে পাঁচ দফা অভিযান  চালায় র‌্যাব।

এর মধ্যে ১৬ সেপ্টেম্বরের অভিযানে ত্রিপুরা পল্লীর একটি বাড়ির ছাগল রাখার ঘরের নিচে একটি বাঙ্কারে ১৪ বস্তা গোলাবারুদ পাওয়া যায়।

এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনটি মামলা করা হলেও কোনো আসামির খোঁজ না মেলায় চুনারুঘাট থানা পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়।

২০১৬ সালের ১৫ জুন ওই বনে আরও একবার অভিযান চালানো হলেও তখন কিছু পায়নি র‌্যাব।