সোনারগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ যাবজ্জীবন দণ্ডিত আসামি নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয় কথিত বন্দুকযুদ্ধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি নিহত হয়েছেন, যার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত দুই ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।  

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2018, 06:20 AM
Updated : 1 Feb 2018, 06:20 AM

বুধবার গভীর রাতে উপজেলার ফুলদি গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় বলে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান।

নিহত নজরুল ইসলাম (৩৭) উপজেলার বারদী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

মোরশেদ আলম সাংবাদিকদের বলেন, ফুলদি গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে রাত আড়াইটার দিকে পুলিশ সংবাদ পায়।

“এরপর সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে ডাকাত নজরুল ইসলাম নিহত হন।”

এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিসহ একটি রিভলবার, তিনটি ছোড়া, একটি চাপাতি ও লোহা কাটার সরঞ্জাম উদ্ধার করা হয় বলে ওসি জানান।

ওসি মোরশেদ বলেন, নিহত ডাকাত নজরুল ইসলাম সোনারগাঁ থানার একটি অপহরণের পর হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন স্থানে ডাকাতি, অপহরণসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।