পিরোজপুরে নির্বাচন করতে চান প্রধানমন্ত্রীর চাচি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের টিকিট নিতে চান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চাচি শেখ এ্যানী রহমান।

পিরোজপুর প্রতিনিধিমো. হাসিবুল ইসলাম হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2018, 08:41 AM
Updated : 27 Jan 2018, 09:39 AM

শনিবার পিরোজপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

শেখ এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাত ভাই শেখ হাফিজুর রহমান টোকনের স্ত্রী।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন খানের মেয়ে এ্যানী রহমান।

পিরোজপুর-১ আসন সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত। বর্তমানে এ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের একেএএম আউয়াল।

এদিকে, শুক্রবার পিরোজপুর সদরের কদমতলা ইউনিয়নে এক জনসভায় নিজের প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানান শেখ এ্যানী রহমান।

পরে সদর, নাজিরপুর ও নেছারাবাদের বিভিন্ন ইউনিয়নের মানুষের মধ্যে কয়েক হাজার কম্বল বিতরণ করেন তিনি।

শেখ এ্যানী রহমান

এ্যানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছি। তার সম্মতি নিয়ে পিরোজপুরের উন্নয়নে কাজ করতে এসেছি। বর্তমান সরকারের উন্নয়নের বার্তা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি।

“আমার বাবা পিরোজপুরের মানুষের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী ও স্থানীয় জনগণ চাইলে আমি নির্বাচনের জন্য প্রস্তুত আছি।”

আগামী দিনের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করে তিনি।

 “আমি আপনাদের সাথে নিয়ে আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি পিরোজপুরকে সোনার পিরোজপুরে রূপান্তিরত করতে চাই।”

পিরোজপুর সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাবান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা’ শ্লোগানে শেখ এ্যানী রহমান পিরোজপুর-১  আসনে নানা কার্যক্রম শুরু করেছেন।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে তিনি প্রচারে আছেন বলে জানান এই ছাত্রলীগ নেতা।