সেনা কর্মকর্তার ওপর হামলা, সিলেটে ৬ ছাত্রলীগ কর্মীর কারাদণ্ড

সিলেটে এক সেনা কর্মকর্তার ওপর হামলা মামলায় ছাত্রলীগের ছয় কর্মীকে চার বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2018, 01:25 PM
Updated : 25 Jan 2018, 01:25 PM

বৃহস্পতিবার বিকালে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো দ্রুত বিচার আইনে করা এ মামলার রায় দেন বলে এপিপি মাহফুজুর রহমান জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ছাত্রলীগ কর্মী হাসান শাহরিয়ার রকি, সাফকাত হোসেন শুভ, কাজি মাকসুদ আহমদ, ভানুলাল দাশ, সাইদুল ইসলাম ও সমীরণ চৌধুরী সৌরভ।

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সিলেট মহানগরীর ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল ও ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমান পাভেলকে খালাস দেওয়া হয়েছে।

এপিপি মাহফুজুর রহমান জানান, গত বছরের ৬ এপ্রিল রাতে নগরীর কেওয়াপাড়ার বাসা থেকে বের হন

মেজর মোস্তফা আনোয়ারুল আজিজ। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তার গাড়ি সড়কের পাশ থেকে সরাতে নির্দেশ দেয়।

এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তারা আজিজের উপর হামলা চালায়। এ সময় তার ডান কানের নিচে ছুরিকাঘাত এবং গাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনায় এ সেনা কর্মকর্তা বাদী হয়ে আট ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।