ঢাকা-সৈয়দপুর রুটে রিজেন্ট এয়ারওয়েজ

ঢাকা-সৈয়দপুর রুটে বিমান চালু করছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2018, 03:32 PM
Updated : 21 Jan 2018, 03:32 PM

রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া জানান, সোমবার সৈয়দপুর বিমানবন্দরে রিজেন্টের এয়ারওয়েজের এই নতুন রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ।

হানিফ জাকারিয়া জানান, সোমবার সকাল থেকে  রিজেন্টের ৫০ আসনের এই উড়োজাহাজ চলবে সৈয়দপুর-ঢাকা-সৈয়দপুর রুটে। প্রতিদিন দুটি করে সপ্তাহে মোট ১৪টি ফ্লাইট চলাচল করবে।

প্রথম ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে  সকাল ৯:০০ টায় ছেড়ে ১০:১০ টায় সৈয়দপুর বিমান বন্দরে পেঁছবে। সেখান থেকে সকাল ১০:৩০ টায় ছেড়ে বেলা ১১:৪০ টায় ঢাকা পৌঁছবে।

দ্বিতীয় ফ্লাইটটি বিকাল ৩:০০ টায় ঢাকা থেকে ছেড়ে ৪:১০ টায় সৈয়দপুর পৌঁছবে। সেখান থেকে বিকাল ৪:৩০ টায় ছেড়ে বিকাল ৫:৪০ টায় ঢাকা পৌঁছবে।

সব ধরনের করসহ সর্বনিম্ন ভাড়া ওয়ানওয়ে ২ হাজার ৬৯৯ টাকা এবং আসা-যাওয়া ৫ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।