৮০% ভোট পেলে নির্বাচনে আসতে ভয় কিসের, প্রশ্ন তোফায়েলের

আগামী নির্বাচনে বিএনপি যদি ৮০ ভাগ ভোট পায় তবে তারা নির্বাচনে আসতে ভয় পাচ্ছে কেন-প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2018, 03:25 PM
Updated : 20 Jan 2018, 03:27 PM

শনিবার দুপুরে ভোলার বাংলাবাজারে মুক্তিযুদ্ধ স্বাধীনতা জাদুঘর পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন বাণিজ্য মন্ত্রী।

আগামী নির্বাচন ‘নিরপেক্ষ’ সরকারের অধীনে হলে বিএনপি শতকরা ৮০ ভাগ ভোট পাবে বলে সম্প্রতি এক অনুষ্ঠানে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এমন দাবির জবাবে এ প্রশ্ন তুললেন আওয়ামী লীগের এ নেতা।

তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন গণক, উনি শতকরা ৮০% ভোট পাবেন। ভোট হলো না তিনি পেয়ে গেলেন।

“কিন্ত ৮০% ভোট পায় যেই দল, সেই দল নির্বাচন করতে ভয় পায় কেন? আমি তো মনে করি যেই দল ৮০% ভোট পাবে সেই দল সংবিধান অনুযায়ী যে নির্বাচন হবে, তাতে তারা নির্বাচন করবে।”

বিএনপি সবকিছুই নেতিবাচকভাব নিয়ে দেখে বলেও মন্তব্য করে মন্ত্রী বলেন, “বিএনপি নির্বাচনে জেতার আগে বলে আমাদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে। আবার জেতার পরে বলে ঠিকমতো হলে আমরা আরও বেশি ভোট পেতাম।

“তবে এটা ঠিক বিএনপির নির্বাচন করার বিকল্প কিছু নেই। তাদেরকে নির্বাচনে আসতেই হবে। আর ভয়ের কী আছে, ৮০% ভোট পাবে। সেই দলের তো আর চিন্তার কোনো কারণ নেই, ভোট দিবে জনগণ।”

শেখ হাসিনার নেতৃত্বে অনেক উন্নয়ন হয়েছে। এতো উন্নয়নের পরে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে তৃতীয় বারের মতো সরকার গঠন করবে বলে প্রত্যাশা করেন তিনি।

এসময় ভোলার জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।