নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে এলাকাবাসীর পিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2018, 04:24 AM
Updated : 17 Jan 2018, 11:30 AM

বন্দর থানার ওসি আবুল কালাম জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার বালিগাও এলাকার রফিক মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।  

এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘঅতে ছয়জন আহত হয়েছেন বলেও জানান ওসি।

নিহতদের একজন হলেন রাজধানীর যাত্রাবাড়ীর হাসান মিয়ার ছেলে রিপন (৩০) এবং অজ্ঞাত পরিচয় একজন (২৮)।

আহতেরা হলেন- গৃহকর্তা রফিক মুন্সীর ছেলে দিদার হোসেন (৩০), নজরুল ইসলাম (৩২), লোকমান মিয়ার ছেলে মঞ্জুর হোসেন (২৭), হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮), মৃত সিরাজুল ইসলামের ছেলে জাকির হোসেন (৫৪) ও তার মেয়ে উম্মে হাবিবা (১৯)।

তাদেরকে বন্দরের মদনগঞ্জে আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি কালাম জানান, রাত আড়াইটার দিকে রফিক মুন্সীর বাড়িতে ১০/১২ জনের একদল ডাকাত হানা দেয়। তারা ভবনের কলাপসিবল গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি শুরু করে।

“এ সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয় এবং এলাকাবাসী ধাওয়া দিয়ে দুই ডাকাতকে ধরে পিটুনি দেয়।”

গুরুতর আহত ওই দুই ডাকাতকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান ওসি।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।