ভারতে কারাভোগের পর দেশে ফিরল ২ কিশোর

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগ শেষে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2018, 12:58 PM
Updated : 14 Jan 2018, 12:58 PM

রোববার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট দিয়ে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয় বলে দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এসআই আব্দুল হালিম জানান।

তিনি বলেন, বেলা ১টার দিকে সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হয়।

“২০১৬ সালের ৬ জুলাই বেনাপোল সীমান্ত দিয়ে দালালচক্রের মাধ্যমে অবৈধপথে ভারতে যায় এ দুই কিশোর। এরপর বিএসএফ তাদের আটক করে পুলিশে দেয়।”

পরে আদালতের মাধ্যমে তাদেরকে কেষ্টনগর সেইফহোমে রাখায় হয়। সেখানে দীর্ঘ দেড় বছর থাকার পর বিএসএফ তাদেরকে ফেরত দেয় বলে এসআই হালিম জানান।

দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন জানান, ফেরত আসা দুই কিশোরকে যশোরের একটি পুনর্বাসন সংস্থা থানা থেকে নিয়ে গেছে। তারাই দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করবে।