খুলনায় বিরল প্রজাতির ৪৯৪ কচ্ছপ উদ্ধার

খুলনা নগরী থেকে বিরল প্রজাতির ৪৯৪টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2018, 03:48 PM
Updated : 13 Jan 2018, 03:48 PM

শনিবার শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয় বলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান জানান।

তিনি বলেন, ভারতে পাচারের জন্য পিকআপ ভ্যানে করে কচ্ছপগুলো সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছিল। র‌্যাবের সহযোগিতায় জিরো পয়েন্ট এলাকায় পিকআপ ভ্যানকে চ্যালেঞ্জ করা হয়।

“পরে পিকআপে আটটি ড্রামে বরিশালের বিভিন্ন বিল থেকে ধরা বিলুপ্ত প্রায় সুন্ধি প্রজাতির ৪৯৪টি কচ্ছপ পাওয়া যায়।”

কচ্ছপগুলো বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। সেগুলো ঢাকার ভাওয়াল ন্যাশনাল পার্কে পাঠানো হবে বলে জানান এ বন কর্মকর্তা।

এ ঘটনায় হরিণটানা থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে বলে জানান ওসি সরদার মো. মোশাররফ হোসেন।