ছয় ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

কুমিল্লা সদরে দুর্ঘটনায় বন্ধ হওয়ার ছয় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2018, 09:22 AM
Updated : 13 Jan 2018, 10:14 AM

কুমিল্লা রেল স্টেশনের উপ-সহকারী পরিচালক লিয়াকত আলী মজুমদার জানান, উদ্ধার কাজ শেষে শনিবার বেলা ৩টার পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

তিনি জানান, লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ চালায়। বেলা ৩টা ১০ মিনিটে চলাচল শুরু হয়।

সকাল ৯টা ২৫ মিনিটে আখাউড়া থেকে কুমিল্লার উদ্দেশে ছেড়ে আসা একটি ডেমু ট্রেন কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া এলাকায় রেল ক্রসিংয়ে বালু ভরতি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় ডেমু ট্রেনটি রেল লাইন থেকে ছিটকে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার সময় তিনটি সাইকেলও পারাপার করছিল। ট্রেন আসতে দেখে আরোহীরা সাইকেল ফেলে নিরাপদে চলে যান বলে স্থানীয়রা সাংবাদিকদের জানান।