যশোরে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

যশোরের ঝিকরগাছায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আওয়ামী লীগকর্মী আব্বাস আলী হত্যা মামলার প্রধান আসামির মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2018, 05:32 AM
Updated : 6 Jan 2018, 05:32 AM

র‌্যাব ৬-এর যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়া জানান, শনিবার ভোর ৪টার দিকে ঝিকরগাছার রিফিউজি পাড়ায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত বাবু ওরফে পালসার বাবুর (৩০) বিরুদ্ধে ঝিকরগাছা থানায় হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে। 

র‌্যাব কর্মকর্তা জিয়া বলেন, রিফিউজি পাড়ায় অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

“সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।”

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিহত বাবুর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় হত্যাসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

“গত ৩ জানুয়ারি ঝিকরগাছায় সন্ত্রাসীদের বোমা হামলায় আওয়ামী লীগকর্মী আব্বাস আলী মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলার ১ নম্বর আসামি ছিলেন পালসার বাবু।”