নীলফামারীতে স্মার্ট কার্ড বিতরণ শুরু রোববার

নীলফামারীতে আগামী রোববার থেকে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2018, 05:55 PM
Updated : 4 Jan 2018, 05:55 PM

সদর উপজেলা দিয়ে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ্জামান।

তিনি জানান, আগামী ৭ জানুয়ারি সদর উপজেলায় জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। সেদিন সকালে পৌরসভার ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডে বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হবে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে এ কার্যক্রম চলবে।

সদর উপজেলায় ২ লাখ ৮০ হাজার ৩৮৩ জন স্মার্ট কার্ড পাবে বলে জানান তিনি।

আফতাব উজ্জামান বলেন, “সকল প্রস্তুতি গ্রহণ করে আমরা প্রচার চলাচ্ছি। স্মার্ট কার্ড গ্রহণের জন্য যাদেরকে লেমেনেটিং কার্ড প্রদান করা হয়েছিল সেটি সাথে আনতে হবে।

“যারা জাতীয় পরিচয়পত্রের সকল প্রস্তুতি সম্পন্ন করে কার্ড পাননি তাদেরকে ওই প্রস্তুতি সম্পন্নের কাগজটি নিয়ে নির্ধারিত কেন্দ্রে আসতে হবে।”