কোস্টগার্ড-‘ডাকাত বন্দুকযুদ্ধ’, ১১ জেলে উদ্ধার

খুলনায় ‘ডাকাতের’ সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর ১১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2018, 04:39 PM
Updated : 4 Jan 2018, 04:39 PM

বৃহস্পতিবার কয়রা উপজেলার গোমসার ভাড়ানি খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম এইচ আই সিদ্দিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা ২টার দিকে গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি বেইস মংলা ও সিজি স্টেশন কাগাদোবেকী যৌথভাবে অভিযান চালায় গোমসার ভাড়ানি খাল সংলগ্ন এলাকায়।

“এ সময় নানা ভাই বাহিনীর ডাকাত সদস্যরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি করলে কোস্টগার্ডও পাল্টা গুলি করে।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকাতরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে অপহৃত ১১ জন জেলেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখানে ডাকাতদের দুইটি নৌকা, পাঁচটি অস্ত্র এবং ২২ রাউন্ড তাজা গুলিও পাওয়া যায়।

উদ্ধার করা জেলেদের স্থানীয় এক ইউপি সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।