জামালপুরে দুই বিচারক লাঞ্ছিতের মামলায় ২৬ জনের দণ্ড

জামালপুরে দুই বিচারক লাঞ্ছিতের মামলায় ২৬ জনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2018, 01:43 PM
Updated : 3 Jan 2018, 01:43 PM

বুধবার জামালপুরের বিচারিক হাকিম আদালতের বিচারক সোলায়মান কবীর এ রায়ে দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মোতাহার হোসেন, মিন্টু মিয়া, আনোয়ার হোসেন, মমিনুল ইসলাম, পারভেজ, আনোয়ার, হৃদয়, মুক্তা, মোবারফ হোসেন রুকন, জহুরুল ইসলাম জলিল, মোস্তফা কামাল, আল আমীন, রকি, কামাল উদ্দীন, হেলাল উদ্দিন, মেরাজুল ইসলাম মদন, রাজিবুল ইসলাম রাজু, সেলিম হাসান, আবেদ আলী, পারভেজ, আলমগীর হোসেন, লায়ন ওরফে বিজয় ওরফে লিয়ন, শাহীন, শফিকুল ইসলাম খোকন, মুকুল।

এদের সবার বাড়ি জামালপুর শহরের তমালতলায় অবস্থিত মিতালি মার্কেট ও মুসলিমাবাদসহ শহরের বিভিন্ন স্থানে।

তাছাড়া একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় চার আসামি উপস্থিত ছিলেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত হওয়া চারজনকে খালাস দেওয়া হয়েছে বলে আদালতের অতিরিক্ত পিপি মো. আনোয়ার হোসেন জানান।

তিনি জানান, ২০১৭ সালের ১৪ জুন জামালপুর শহরের মিতালি মার্কেটের একটি দোকানে জামালপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এবিএম গোলাম রসুল ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াহিদুজ্জামানসহ গানম্যান ও স্টাফরা লাঞ্ছিত হন।

এ ঘটনায় ওইদিনই অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের অফিস সহায়ক মিজানুর রহমান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।