মিছিল বের করায় রংপুরে কাউন্সিলর প্রার্থীসহ আটক ১৭

রংপুর সিটি নির্বাচনে পরাজিত এক কাউন্সিলর প্রার্থীসহ ১৭ জনকে আটক করা হয়েছে, যারা মিছিল বের করে আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2017, 05:35 PM
Updated : 22 Dec 2017, 05:41 PM

শুক্রবার নগরীর সেন্ট্রাল রোড়ে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া জানান।

আটক ৮ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আবুল মনজুর কোটিয়াল ছাড়া অন্যদের নাম জানা যায়নি পুলিশ।

পুলিশ জানিয়েছে, রংপুর সিটিতে শনিবার পর্যন্ত কোনো ধরনের সভা, সমাবেশ, শোডউন করা নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন।

ওসি বাবুল বলেন, “বৃহস্পতিবারের নির্বাচনে কাউন্সিলর পদে মাত্র এক ভোটে মামুনুর রশীদের কাছে হেরে যান আবুল মনজুর কোটিয়াল। এ ঘটনায় সমর্থকদের নিয়ে সকালে সেন্ট্রাল রোড়ে একটি মিছিল বের করেন কোটিয়াল।

“পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে লাঠিপেটা করে ছত্র ভঙ্গ করে দেওয়া হয়। এ সময় সেখান থেকে কাউন্সিলর প্রার্থীসহ ১৭ জনকে আটক করা হয়।”      

এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন কাউন্সিলর কোটিয়ালের নির্বাচনী সমন্বয়ক মঞ্জুর আহমেদ।

বৃহস্পতিবারের রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সাত মেয়র প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৬ জন প্রার্থী ছিলেন।