লালমনিরহাটে আ. লীগ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৭

বিজয় দিবসের শোভাযাত্রাকে কেন্দ্র করে লালমনিরহাটে বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 04:08 PM
Updated : 16 Dec 2017, 04:08 PM

শনিবার লালমনিরহাট শহরের রেলস্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে বিজয় দিবসের শোভাযাত্রাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরো মুখোমুখি অবস্থান নেয়। এ পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও এক রাউন্ড টিয়ার গ্যাস শেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল, প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না ও  পুলিশের এএসপি সুশান্ত সরকারসহ অন্তত সাতজন আহত হয় বলে জানান তারা।

এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে আওয়ামী লীগ ও বিএনপি।

পুলিশ সুপার বলেন, ঘটনার তদন্ত চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।