রাজশাহীতে কিশোরীকে ধর্ষণের চিত্র ধারণ,২ যুবক কারাগারে

রাজশাহীতে এক কিরোশীকে ধর্ষণ ও সে চিত্র ধারণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।    

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2017, 12:45 PM
Updated : 11 Dec 2017, 12:45 PM

বোয়ালিয়া থানার এসআই নাছির আহম্মেদ জানান, নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নগ্রাফি মামলায় সোমবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে রাজশাহী নগরের অলোকার মোড়ের প্রগতি লাইফ ইন্সুরেন্সের অফিস থেকে রোববার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

এরা হলেন- বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের মানু কাজির ছেলে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের রাজশাহী রিজিওনাল কো-অডিনেটর জয়নাল আবেদীন (৩৬) ও জয়পুরহাট জেলার সতিঘাটা এলাকার আব্দুল রহিম মোল্লার ছেলে রাজশাহী নিউমার্কেটের দোকান কর্মচারী সোহেল রানা একরাম (২৫)।

ওই বীমা অফিসের একটি ঘরে জয়নাল আবেদীনের সঙ্গে থাকেন একরাম।

গত ২৫ নভেম্বর সেখানে এ ঘটনা ঘটে। শনিবার মেয়েটির বাবা বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে এসআই জানান।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার মেয়েটিকে হাসপাতালে পাঠানো হবে।

মামলার বরাতে এ পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একরামের সঙ্গে মেয়েটির (১৫) ‘প্রেমের সম্পর্ক’ ছিল। গত ২৫ নভেম্বর একরাম তাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তার ভিডিও চিত্র জয়নাল মোবাইল ফোনে ধারণ করেন।

মেয়েটি তার পরিবারের সদস্যদের এ ঘটনা জানালে তারা থানায় লিখিত অভিযোগ করেন। তদন্ত করে ধর্ষণ ও ভিডিও চিত্র ধারণের প্রমাণ পাওয়া গেলে দুইজনকে আটক করা হয়।

পরে জয়নালের ব্যবহৃত একটি পেইনড্রাইপ থেকে ওই ভিডিও চিত্রটি জব্দ করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।