বরিশালে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে ঢাবি ছাত্র গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ প্রশ্নপত্র ফাঁস চক্রের ছয় ‘সদস্যকে’ আটক করেছে বরিশাল গোয়েন্দা পুলিশ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2017, 01:27 PM
Updated : 25 Nov 2017, 02:13 PM

শনিবার শহরের ১১ নম্বর ওয়ার্ডের আরশেদ আলী কন্ট্রাক্টর গলির ‘নাহার ম্যানসনে’ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মহানগর পুলিশের কমিশনার এসএম রুহুল আমীন জানান।

আটকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের মারুফ হোসাইন (২২), মৃত্তিকা বিভাগের আলমগীর হোসেন শাহিন (২৪) ও গনিত বিভাগের মাহমুদুল হাসান আবিদ (২৩), বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মুয়ীদুর রহমান বাকী (২২), গলাচিপা ডিগ্রি কলেজের সাব্বির আহম্মেদ প্রিতম (২৩) ও রাজধানীর মোহাম্মদপুর বিশ্ববিদ্যালয় কলেজের রাকিব আকন (২১)।

কমিশনার রুহুল আমীন বলেন, “শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের পরীক্ষা ছিল। এ পরীক্ষার প্রশ্ন ফাঁসের জন্য মুয়ীদুরের বাড়িতে অবস্থান নেয় প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্য। বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়

“এ চক্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তির প্রশ্ন ও বিভিন্ন নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করে আসছিল।”

অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি ইলেক্ট্রো ম্যাগনেটিক ব্লু-টুথ ইয়ারফোন, পাঁচটি এটিএম কার্ড ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।