দিনাজপুরে ছাত্র-শ্রমিক সংঘর্ষ: দানেশ কর্তৃপক্ষের ‘অভিযোগ দায়ের’

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দানেশ কর্তৃপক্ষও অভিযোগ দায়েরের কথা জানিয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 02:43 PM
Updated : 24 Nov 2017, 02:44 PM

শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি থানায় অভিযোগটি দায়ের করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সফিউল আলম জানান। 

তবে মামলায় আসামির নাম জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

এদিকে, পুলিশ অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেছে।

কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি।”

এর আগে বাস পোড়ানো ও শ্রমিকদের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খালিদ হোসেনসহ ১৫০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় দুটি পৃথক মামলা করেছে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন মালিক গ্রুপ।

বুধবার সন্ধ্যায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের একটি বাসকে সাইড দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এরপর দুটি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

এর জেরে বুধবার রাতেই দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

পরদিন (বৃহস্পতিবার) বিকালে বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসক উদ্যোগ নিলেও বৈঠকে ধর্মঘট প্রত্যাহরের সিদ্ধান্ত হয়নি। ফলে ধর্মঘট শুক্রবারও অব্যাহত থাকে।

পরিবহন মালিক ও শ্রমিকরা জ্বালিয়ে দেওয়া বাসের ক্ষতিপূরণের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দাবি করেছেন।