রংপুর সিটি মেয়র ঝন্টুর পদত্যাগ 

পুনরায় ভোট করতে পদত্যাগ করেছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 03:05 PM
Updated : 21 Nov 2017, 03:24 PM

সরফুদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, “রসিকের আসন্ন নির্বাচনে আমি ফের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব। বুধবার মনোনয়নপত্র জমা দেব।”

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মেয়র পদ ছাড়ার আইনের কথা উল্রেখ করে তিনি বলেন, “মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে আমার একান্ত সচিব রাশেদুল ইসলাম আমার পদত্যাগপত্র জমা দিয়েছেন।”

রিটার্নিং কর্মকর্তা ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী কোনো মেয়র একই পদে নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিতে হবে।

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে।

বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৫ ও ২৬ নভেম্বর। ২৭ নভেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ৪ ডিসেম্বর।

২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রসিকের প্রথম নির্বাচনে রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরফুদ্দীন আহমেদ ঝন্টু মেয়র নির্বাচিত হন।