থানছিতে ২ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সফরে আবাসন সঙ্কটের আশঙ্কায় বান্দরবানের থানছিতে ভ্রমণে দুইদিনের নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2017, 12:02 PM
Updated : 15 Nov 2017, 02:15 PM

বুধবার থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম এ কথা জানান তিনি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১৬ নভেম্বর সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সরকারি সফরে থানছি আসবেন। ওইদিন ও পরদিন উপজেলার রেমাক্রি ও থিংন্ডুতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও উদ্বোধন করবেন তিনি।

“থানছি উপজেলায় আবাসন সুবিধা কম এবং থানছি থেকে রেমাক্রি ও থিংন্ডুতে যাতায়তের জন্য নৌ-পথ একমাত্র ব্যবস্থা। এসময় পর্যটকরা যাতে আবাসন সঙ্কট ও যাত্রাপথে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সে জন্য এ নিষেধাজ্ঞা।”

তবে ১৮ নভেম্বর থেকে পর্যটকরা স্বাভাবিকভাবে ভ্রমণ করতে পারবেন বলে জানান ইউএনও জাহাঙ্গীর।