রোকেয়ায় প্রতি আসনে লড়বে ৪৫ ভর্তিচ্ছু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী আবেদন করেছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2017, 02:37 PM
Updated : 11 Nov 2017, 02:49 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব ইব্রাহীম কবীর এ কথা জানান।

“ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদে ২১টি বিষয়ে এক হাজার ৩১৫ আসনের বিপরীতে ৫৮ হাজার ৯০৬টি আবেদন জমা পড়েছে। ফলে প্রতি আসনে লড়বে ৪৫ ভর্তিচ্ছু।”

গত ২০ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেওয়া হয়।

রেজিস্ট্রার ইব্রাহীম বলেন, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কবে দেওয়া তা ১২ নভেম্বর ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত হবে। তবে ভর্তি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd থেকে জানা যাবে।