পাথর তুলতে গিয়ে ভূমি ধস: তদন্তে ২টি কমিটি

সিলেটের কানাইঘাটে নদী তীর থেকে পাথর তুলতে গিয়ে ভূমি ধসে ছয়জনের মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইটি কমিটি করা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2017, 12:46 PM
Updated : 7 Nov 2017, 03:51 PM

মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এ কথা জানান।

সকালে কানাইঘাটে লোভাছড়া নদী তীর থেকে পাথর তুলতে গিয়ে ভূমি ধসে ডাউকেরগুল নেসারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পাঁচ মাদ্রাসা ছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়।

পুলিশ সুপার বলেন, ভূমি ধসের ঘটনা তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

কমিটিতে সহকারী পুলিশ সুপার আমিনুলর ইসলাম সরকার ও নুরুল আবছারকে সদস্য করা হয়েছে।  এ কমিটি তিন কর্ম দিবসে প্রতিবেদন দিবেন বলে জানান তিনি।

একই ঘটনায় জেলা প্রশাসনও তিন সদস্যের কমিটি করেছে।

মঙ্গলবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমান তদন্ত কমিটির প্রধান ও  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ, আরডিসি কাজী আমিনুর রহমান সদস্য।

কবে এ কমিটিকে প্রতিবেদন দিবে সে সর্ম্পকে কিছু জানান নি তিনি।

এদিকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানিয়েছেন।