সদস্য না করায় নওগাঁ প্রেসক্লাবে অগ্নিসংযোগ, ভাংচুর

সদস্য না করায় নওগাঁ প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2017, 01:20 PM
Updated : 5 Nov 2017, 01:21 PM

রোববার বেলা ৩টার দিকে এ হামলায় আহত হয়েছেন ক্লাবের সভাপতি চ্যানেল আই ও বাসসের নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন।

তাকে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশারোফ হোসেন জুয়েল জানান।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জুয়েল বলেন, বেলা ৩টার দিকে কায়েস উদ্দিন ক্লাবে বসে তার দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় সাংবাদিক আজাদ হোসেন মুরাদের নেতৃত্বে ৭/৮ জন অতর্কিত হামলা করে। সভাপতিকে বেদম মারধর এবং কেরোসিন ঢেলে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

এ বিষয়ে কায়েস উদ্দিন জানান, কদিন আগে প্রেস ক্লাবের সদস্যপদ নবায়ন করা হয়। এতে আজাদ হোসেন মুরাদ নামে ওই কথিত সাংবাদিকের কোনো পরিচয়পত্র না থাকায় তাকে বাদ দেওয়া হয়।

“এরপর সে ক্ষিপ্ত হয়ে আমার মোবাইলফোনে দেখে নেওয়ারও হুমকি দেয়। বেলা ৩টার দিকে সাংগঠনিক কাজ করার সময় প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে আমাকে মারধর ও অগ্নিসংযোগ করে সে ও তার লোকজন।”

ঘটনার পর নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালেক, পুলিশ সুপার ইকবাল হোসেন ও জেলা প্রশাসনের এনডিসি আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রেস ক্লাব ভবন পরিদর্শন করেন।

পুলিশ সুপার বলেন, এ ঘটনার সঙ্গে যে-ই জড়িত হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলা হাতে পেলেই আসামি গ্রেপ্তারে অভিযানে নামবে পুলিশ।

এ ঘটনায় কায়েস উদ্দিন বাদী হয়ে আজাদ হোসেন মুরাদসহ ৭/৮ জনকে আসামি করে একটি মামলা করেছেন।