রোহিঙ্গাদের কারণে পর্যটন খাতে সমস্যা দেখা দিয়েছে: মেনন

রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের পর্যটন খাতে সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2017, 11:44 AM
Updated : 4 Nov 2017, 11:44 AM

শনিবার সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, “রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের পর্যটন খাতে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। ইতিমধ্যে পাহাড় ও বন ক্ষতিগ্রস্থ হয়েছে।

“প্রাকৃতিক সৌন্দর্যও নষ্ট হচ্ছে। সেন্টমার্টিনে ১ অক্টোবর থেকে পর্যটন মওসুম শুরু হবার কথা থাকলেও তা হয়নি।”

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, তাদেরকে আশ্রয় না দিলে তা হতো অমানবিক। তাদের আশ্রয় দেওয়ায় স্থানীয়ভাবে কিছু অভিঘাত আসবে। এরই মধ্যে উখিয়া ও টেকনাফ এলাকার জনসংখ্যা অপেক্ষা রোহিঙ্গাদের সংখ্যা বেশি হয়ে গেছে।

সহায়ক সরকার নয় সংবিধান অনুযায়ী একাদশ সংসদ নির্বাচন হবে সাংবাদিকদের জানান পর্যটনমন্ত্রী।