উপজেলা চেয়ারম্যানকে মারধরের মামলায় ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যানকে মারধরের মামলায় ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2017, 12:35 PM
Updated : 20 Oct 2017, 01:09 PM

গ্রেপ্তার ফরহাদ হোসেন বিদ্যুৎ তাড়াশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।

শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেপ্তার করা হয় বলে তাড়াশ থানার ওসি মনজুর রহমান জানান।

“ফরহাদের বিরুদ্ধে তাড়াশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হককে মারধরের মামলা রয়েছে।”

ওসি বলেন, গত বছরের ৩০ অগাস্ট উপজেলা পরিষদের মাসিক সভা চলাকালীন দলীয় নেতা-কর্মীরা আব্দুল হককে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়।

“ওই মামলায় অন্যান্য আসামিরা জামিনে মুক্ত থাকলেও ফরহাদ পলাতক ছিলেন।”

এদিকে ফরহাদকে গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকরা উপজেলা সদরে মিছিল ও মামলার বাদী তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখের ব্যক্তিগত অফিসে ভাংচুর চালিয়েছে।

এ বিষয়ে ওসি মনজুর বলেন, বাদীর অফিসে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় জড়িত অভিযোগে তাড়াশ উপজেলার ভাইস চেয়ারম্যানের চাচাতো ভাই সাইদুল ইসলামকে আটক করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।