ওমর হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রলীগের বিক্ষোভ

সিলেটে ছাত্রলীগ কর্মী ওমর মিয়াদ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষমতাসীন দলের সমর্থক এ সংগঠনটির একদল নেতাকর্মী।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 09:28 AM
Updated : 18 Oct 2017, 06:31 AM

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর অনুসারীরা মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে মিছিল করে চৌহাট্টা মোড়ে যায়।

সেখানে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে ওমর হত্যার বিচার দাবি করে তারা।

নগরীর লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ওমর ছাত্রলীগ নেতা নিপুর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

সোমবার বিকালে নগরীর টিলাগড়ে কয়েকজন যুবক ওমরকে ছুরিকাঘাত করলে পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নাসিম নামে আরেক ছাত্রলীগ কর্মী ওই ঘটনায় আহত হন।

শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, মঙ্গলবার দুপুরে ওসমানী মেডিকেলে ময়নাতদন্ত শেষে ওমরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রামের বাড়িতে তার দাফন হওয়ার কথা রয়েছে।

সোমবার ঘটনার সময় ফখরুল ইসলাম নামে একজনকে পুলিশ আটক করলেও পরে আর কাউকে ধরতে পারেনি। ওমর হত্যার ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলাও হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ওসি আক্তার হোসেন বলেন, তারা ওমরের খুনিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন।