বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের ওজন যন্ত্র ‘বিকল’, যানজট

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় ওজন স্টেশনের একটি পরিমাপ যন্ত্র ‘বিকল’ হয়ে যাওয়ায় ওই সড়কে যানজট দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 10:35 AM
Updated : 16 Oct 2017, 10:35 AM

সোমবার ভোর থেকে টাঙ্গাইলের সড়াতৈল পর্যন্ত প্রায় আট কিলোমিটার জুড়ে শত শত ট্রাকসহ যানবাহন আটকা পড়ে আছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ট্রাফিক পরিদর্শক (টিআই) জামাল হোসেন বলেন, তিনটি ওজন স্টেশনের মধ্যে একটি পুরোপুরি বিকল হয়ে পড়েছে। বাকি দুটিও মাঝে মাঝে বিকল হয়ে যাচ্ছে।

“এ কারণে সেতুর পূর্বপাড়ের ওজন স্টেশন এলাকায় শত শত ট্রাক আটকা পড়ে আছে। ট্রাকের সারি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সড়াতৈল পর্যন্ত ছড়িয়ে পড়েছে।”

তবে ওজন যন্ত্র বিকল হওয়ার খবর অস্বীকার করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী ওয়াসিম আলী বলেন, “ওজন স্টেশনের যন্ত্রপাতি ঠিক আছে। তবে গাড়ির চাপ বেশি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।”