বগুড়ায় স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’, ২ আসামি কারাগারে

বগুড়ার দুপচাঁচিয়ার ‘উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে’ স্কুলছাত্রী রোজিফা আক্তার সাথী আত্মহত্যার ঘটনার মামলার আসামি হুজাইফা ইয়ামিন ও তার বাবা আমিনুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 02:49 PM
Updated : 12 Oct 2017, 03:55 PM

বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে দুপচাচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

তাছাড়া তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত আগামী ১৫ অক্টোবর তার শুনানির দিন রেখেছে বলে জানান তিনি।

জিয়ানগর স্কুলের নবম শ্রেণির ছাত্রী রোজিফা আক্তার সাথীকে কয়েক মাস ধরে উত্ত্যক্ত করে আসছিল ইয়ামিন। এ ব্যাপারে সাথীর পরিবারের পক্ষ থেকে কয়েকবার তার বাবাকে অভিযোগ করা হয়। এতে কোনো ব্যবস্থা না নিলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অভিযোগও করা হয়।

গত রোববার প্রাইভেট পড়ে ফেরার পথে আবারও উত্ত্যক্ত করলে সাথী বাড়ি ফিরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

ওসি বলেন, এ ঘটনায় সাথীর বাবা রব্বানি বাদী হয়ে ইয়ামিন ও তার বাবাকে আসামি করে মামলা করেন। পুলিশ রাতেই গ্রেপ্তার করতে গেলে তাদের উপর চড়াও হয় ইয়ামিনের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ জনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় আরেকটি মামলাও দায়ের করে পুলিশ।