কুড়িগ্রামে হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

হত্যাসহ বিভিন্ন মামলার এক আসামিকে কুড়িগ্রাম সদরে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2017, 10:37 AM
Updated : 6 Oct 2017, 10:45 AM

সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন শুক্রবার সকালে সাংবাদিকদের এ কথা জানান।

গ্রেপ্তার আজিজুল হক ওরফে ডাকাত আজিজুল (৩৮) শহরের দাদা মোড় সংলগ্ন চৌধুরী পাড়ার ইসমাইল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার রাতে উপজেলার দাদামোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। 

কুড়িগ্রাম সদর থানার এসএম আব্দুস সোবহান বলেন, “আজিজুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই,মাদকসহ আটটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।”

পরিদর্শক (তদন্ত) রওশন বলেন, বৃহস্পতিবার সকালে আজিজুলল দাদামোড় এলাকায় এসএন, নাবিল, খাজা, ও হানিফ ডে-কোচ বাস কাউন্টারে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে।

“খবর পেয়ে সদর থানার পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযানে  যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেরে আজিজুল ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করতে থাকে।”

তিন দফা অভিযানের পর বিকালে দাদামোড় এলাকা থেকে আজিজুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।  

রওশন বলেন, “ গ্রেপ্তার পর আজিজুল পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করে। পরে তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি রাম দা ও এক গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।”

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজিজুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা করেছ বলে জানান তিনি।