টঙ্গীতে মুক্তিপণ দাবিতে পোশাককর্মী ‘অপহরণ’

গাজীপুরের টঙ্গী থেকে এক পোশাকর্মীকে অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2017, 08:01 AM
Updated : 6 Oct 2017, 09:08 AM

টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানান, টঙ্গীর গাজীপুরা সাতাইশ রোড এলাকার মেক্কো সোয়েটার কারখানার স্যাম্পল ম্যান মারুফ মোল্লা (৩৫) বৃহস্পতিবার সন্ধ্যায় অপহৃত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মারুফ রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর এলাকার আব্দুল মতিনের ছেলে।

মারুফের শ্যালক ইয়াছিন মোল্লা বলেন, মারুফ সপরিবার টঙ্গীর আউচপাড়া মোক্তারবাড়ি রোড এলাকায় মোহর আলীর বাড়িতে ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করেন।

“বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কারখানা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। রাত ১০টার দিকে মারুফের মোবাইল ফোন থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তারা বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলে। পুলিশকে জানালে মারুফকে হত্যার হুমকি দেয়।”

পরে ২০ হাজার টাকা বিকাশ করা হলেও মারুফ ছাড়া না পাওয়ায় তারা থানায় যান বলে জানান ইয়াছিন।

তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ৩০ হাজার টাকা চেয়ে আবার ফোন করে অপহরণকারীরা।

ওসি ফিরোজ বলেন, তারা মারুফকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

“ঈদের আগে কারখানা কর্তৃপক্ষ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করেছিল। এর জেরে মারুফ অপহৃত হয়ে থাকতে পারেন। ঘটনার দিন কারখানা এলাকায় শ্রমিকরা ছাঁটাইকৃত শ্রমিকদের ঘোরাফেরা করতে দেখেছেন।”

এই সূত্র ধরেই পুলিশ অভিযান চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, “খুব শিগগিরই মারুফকে উদ্ধার করতে পারব বলে আশা করছি।”